parbattanews

লক্ষ্মীছড়িতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে দুর্গম এলাকায় গণশুনানী

PKRnZRM896

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে দুর্গম ও প্রত্যন্ত বাঘ্যাপাড়ায় এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিদের মাঝে গণশুনানী হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে এ গণশুনানী কার্যক্রম গ্রহণ করে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ(যুগ্ম সচিব) সরাসরি উপস্থিত থেকে জনগুরুত্বপূর্ণ প্রকল্পের চাহিদা, মতামত ও পরামর্শ গ্রহণ করেন। লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান, লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজেন্দ্র চাকমা, লক্ষ্মীছড়ি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেন, সাংবাদিক টাটু মনি চাকমা, লক্ষ্মীছড়ি কলেজের অধ্যক্ষ ডথুই প্রু মারমা(ডলি), মরাচেংগী জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক জ্যোতি ময় চাকমা, মো: বিল্লাল হোসেন ব্যাপারি, আব্দুর রশীদ মোল্লা, চাথোয়াই মারমা, নিলবর্ণ চাকমা, মেরিনা চাকমা, রবি চন্দ্র চাকমা, সুজেন্দ্র চাকমাসহ আরো অনেকে।

লক্ষ্মীছড়ি-বর্মাছড়ি সড়ক চালু করা, সমুড় পাড়া ভান্ডার শরীফ এলাকায় ধুরুং এর উপর ফুট ব্রিজ নির্মাণ করে দুদ্যাখোলা সড়ক চালু করা, বাঘ্যা পাড়া হতে ফটিকছড়ি পর্যন্ত বিকল্প রাস্তা নির্মাণ, লক্ষ্মীছড়ি হতে শুকনাছড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ, কাউখালী খিরাম হয়ে বর্মাছড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ, কলেজ উন্নয়ন করা, ছোট ছোট অসমাপ্ত কাজ সমাপ্ত করা, বাসটার্মিনাল ও বাজার হতে লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদ যাতায়াত করতে ধুরুং এর উপর ফুট ব্রিজ নির্মাণ, টাউন হল নির্মাণ, কুশিনগর বনবিহার এবং হাইস্কুৃল সংলগ্ন পুকুরের ধারকওয়াল নির্মাণ, বিশুদ্ধ পনি সরবরাহ প্রকল্প, শিক্ষা বিষয় আলেচনায় প্রধান্য পায়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ(যুগ্ম সচিব) প্রধান অতিথির বক্তব্যে মিশ্র ফলের বাগান ও প্রত্যন্ত এলাকায় সৌর বিদ্যু চালু করার ঘোষণা দেন। স্থানীয় প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) লক্ষ্মীছড়ি-বর্মাছড়ি সড়ক উন্নয়ন কাজ হাতে নেয়ার কারণে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ ক্ষেত্রে পূণরায় দায়িত্ব পেলে দ্রুত বাস্তবায়ন করা হবে বলে আম্বাস দেন।

এছাড়াও এলাকার জনদাবি হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে প্রাপ্ত প্রকল্পগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে প্রধান অতিথি জানান। এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী সদস্য(প্রশাসন) নুরুল আলম চৌধুরী, সদস্য (পরিকল্পনা) আশিষ কুমার বড়ুয়া ও নির্বাহী প্রকৌশলী মো: সাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।

Exit mobile version