parbattanews

লক্ষ্মীছড়িতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৪ উদযাপন শুরু

àUcUUUUU

লক্ষ্মীছড়ি সংবাদদাতা :

‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় “দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ”-২০১৪ শুরু হয়েছে। সপ্তাহ ব্যাপি আয়োজিত প্রথম দিনে মহান স্বাধীনতা দিবসে সকালে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান, উপজেলা চেয়ারম্যান রেম্রাচাই চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু দশরথ তালুকদার, সাধারণ সম্পাদক সাংবাদিক মো: মোবারক হোসেন, সহসভাপতি হরি রঞ্জন সাহা, সদস্য রিংকু দাশ, শুয়দেব চাকমাসহ কমিটির অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ পুষ্পমাল্য অর্পণে অংশ নেন। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু দশরথ তালুকদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান। লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ এনামুল হক, লক্ষ্মীছড়ি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সফি উল্লাহ মীরসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version