parbattanews

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

লক্ষীছড়ি সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষীছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।

রবিবার (২৬ মার্চ একজনকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান, একটি মহিলা মাদ্রাসার জন্য আর্থিক অনুদান, একজনকে ঘর নির্মাণের জন্য আর্থিক অনুদান এবং১৯ টি কৃষক পরিবারকে চাষাবাদের জন্য কৃষি বীজ, সার, গাছের চারা এবং মাছের পোনা প্রদান করেন লক্ষীছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল এ এইচ এম জুবায়ের, পিএসসিজি।

এ সময় জোন অধিনায়ক বলেন, পাহাড়ে শান্তি ও মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের মানবিক জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় লক্ষীছড়ি জোনের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

নিউজটি ভিডিওতে দেখুন:

লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা

Exit mobile version