লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর সহায়তায় হেলিকপ্টারে নির্বাচনী সামগ্রী প্রেরণ
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:
পার্বত্য চট্টগ্রামে ‘অপারেশন উত্তোরনের আওতায়’ বাংলাদেশ সেনাবাহিনী শান্তি-সম্প্রীতির রক্ষা এবং উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করছে।
শনিবার (১৬ মার্চ) এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর সহায়তায় আসন্ন ৫ম উপজেলা নির্বাচনে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা দুর্গম এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ি কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের সামগ্রী ভোট পরিচালনার জন্য জনবল বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে পাঠানো হয়।
খাগড়াছড়ি জেলার তিনটি দুর্গম কেন্দ্রের মধ্যে লক্ষীছড়ি উপজেলার শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আরেকটি ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুটি খুবই দুর্গম। ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় দুর্গম পাহাড়ি এলাকায় সুষ্ঠভাবে নির্বাচন পরিচালনার সকল প্রস্তুতি গ্রহণ করেছে। পার্বত্য এলাকার সেনাবাহিনীর ক্যাম্পগুলোতে রশদ সরবরাহের জন্য
নিয়মিত বিমান বাহিনীর হেলিকপ্টারের সহায়তা নেয়া হয়। নির্বাচন উপলক্ষে রশদ সরবরাহ উপেক্ষা করে এই নির্বাচন সামগ্রী বহন করা হয়। তিনটি ধাপে মোট ৪৬জন ভোট পরিচালনাকারী সদস্য এবং প্রায় ৯শ’ কেজি ভোট গ্রহণ সামগ্রী হেলিকপ্টারে বহন করা হয়।