লক্ষ্মীছড়িতে ৩টি কেন্দ্র ঝুকিঁপূর্ণ : হেলিকপ্টার ব্যবহার হবে ২টিতে

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ১১টি ভোট কেন্দ্রের মধ্যে ৫টি  ঝুকিঁপূর্ণ বলে জানা গেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীছড়ি উপজেলায় মোট ভোটার ১৫ হাজার ৯’শ ৭ জন। তার মধ্যে পুরুষ ৮হাজার ২’শ ৭৭জন এবং মহিলা ৭ হাজার ৬’শ ৩০। লক্ষ্মীছড়ি ইউনিয়নে ৬হাজার ৪’শ ৭৪জন, দুল্যাতলী ইউনিয়নে ৩হাজার ৯’শ ৫৫জন ও বর্মাছড়ি ইউনিয়নে ৩হাজার ৮’শ ৭১জন ভোটার রয়েছে। ৩৮টি কক্ষ নিয়ে মোট ভোট কেন্দ্র ১১টি।

লক্ষ্মীছড়ি ইউনিয়নে ৪টি দুল্যাতলী ইউনিয়নে ৩টি ও বর্মাছড়ি ইউনিয়নে ৪ টি কেন্দ্র রয়েছে। কেন্দ্র গুলো হলো লক্ষ্মীছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (২,৭৪৪ জন), মংহলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (১,৯৯৯ জন), শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮২৪ জন), যতিন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (১,৬০১ জন), দুল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (১,০৭২ জন), জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (১,৩২৩ জন), দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (২,০৮৪জন), বর্মাছড়ি জুনিয়র হাইস্কুল (৫৯৫ জন), কুতুপছড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় (১,৬৮৭ জন), মুক্তাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (১,০৯৭ জন) ও ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (৯৯১ জন)।

এর মধ্যে ঝুকিপূর্ণ ৩টি কেন্দ্র হলো লক্ষ্মীছড়ি ইউনিয়নের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বর্মাছড়ি ইউনিয়নের কুতুপছড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝুকিপূর্ণ কেন্দ্র গুলোর সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই। পাঁয়ে হেঁটে যাওয়া ছাড়া বিকল্প কোন পথ নেই। ভোট গ্রহণের সাথে জড়িত প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সহ নিরাপত্তা বাহিনী ও সংশ্লি¬ষ্ট সকলেই ঝোঁপ-জঙ্গল, উচুঁ-নিচু, পাহাড়-পর্বত পাড়ি দিয়ে সেখানে যেতে হবে।

তবে হেলিকপ্টার ব্যবহার হলে শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বর্মাছড়ি ইউনিয়নে ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনের সাথে জড়িত সীমিত আকারে কিছু কর্মকর্তা কম কষ্টে যাওয়ার সুযোগ পাবেন। এই ২টি কেন্দ্রে অধিক ঝুকিঁপূর্ণ চিহ্নিত হওয়ায় হেলিকপ্টার ব্যবহার হবে বলে জানা গেছে।

সদর থেকে শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দূরুত্ব প্রায় ১২ কি. মি.। ছড়া দিয়ে হেঁটে যেতে ৪-৫ঘন্টা সময় লাগে। এছাড়াও অপর দু’টি কেন্দ্রের দূরুত্ব প্রায় ১২-১৫ কি. মি.।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা  কৃষি কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, নির্বাচনের  প্রস্তুতি প্রায় শেষ।

উল্লেখ্য, বর্মাছড়ি ইউনিয়নে মোট ভোটার ৪ হাজার ৩’শ ১৭জন ভোটারের মধ্যে মাত্র ৫জন ভোটার রয়েছে বাঙ্গালি। এদিকে লক্ষ্মীছড়ি ইউনিয়নের শুকনাছড়ি, যতিন্দ্র কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়  ৫ হাজার ৫’শ ৮১জন উপজাতীয় ভোটার রয়েছে। অপর ৩টি ভোট কেন্দ্র লক্ষ্মীছড়ি সরকারি প্রাথমিক  বিদ্যালয়, মংহলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাহাড়ি-বাঙ্গালি মিলে মোট ভোটার রয়েছে ৬ হাজার ৬’শ জন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন, পার্বত্য চট্টগ্রাম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন