parbattanews

লক্ষ্মীছড়ির ৩টি ইউনিয়নে বেসরকারি ফলাফলে ইউপিডিএফ’র স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী

KeKZRZPZ

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ৩ টি ইউনিয়নেই বেসরকারি ফলাফলে ইউপিডিএফ’র স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন বলে জানা গেছে।

রাতে অতিরিক্ত দায়িত্বে উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরওয়ার ইউসুফ জামাল একে একে কেন্দ্র থেকে আসা ফলাফল ঘোষণা করেন। লক্ষ্মীছড়ি ইউনিয়নের সব’কটি কেন্দ্রের ফলাফলে আনারস প্রতীকের প্রার্থী প্রবিল কুমার চাকমা ৩ হাজার ১’শ ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী লেলিন কুমার চাকমা পেয়েছেন ১ হাজার ৩’শ ৪৩ ভোট। মাত্র ১ ভোট কম পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ধানের শীষ প্রতীক মো: মকবুল আহমেদ। তিনি পেয়েছেন ১হাজার ৩শ ৩১ ভোট।

এদিকে দুল্যাতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে ত্রিলন চাকমা দয়া ধন চশমা প্রতীক ১হাজার ৮’শ ৭৫ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক উচাই প্রু মারমা পেয়েছেন ১হাজার ১’শ ১৭ ভোট। আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী মো: নুরে আলম পেয়েছেন ৬’শ ৮২ ভোট পেয়ে রয়েছেন তৃতীয় অবস্থানে। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী পাইচাউ মারমা পেয়েছেন ৩’শ ২৬ ভোট।

এছাড়াও বর্মাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে হরিমোহন চাকমা আনারস প্রতীকের প্রার্থী ৩হাজার ১’শ ৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতদ্বন্ধি আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী নিলবর্ন চাকমা পেয়েছেন ৩’শ ১ ভোট। সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

Exit mobile version