parbattanews

 লক্ষ্মীছড়ি জোনে মাসিক নিরাপত্তা সভা অনুষ্ঠিত

ucwpupeucu-copy

লক্ষ্মীছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোন সদরে মাসিক নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় আয়োজিত মাসিক নিরাপত্তা সভায় সভাপতিত্ব করেন জোন কমান্ডার লে. কর্ণেল মো. আবুল কালাম শামসুদ্দিন রানা, পিএসসি,জি। এ সময় জোনের উপ-অধিনায়ক মেজর ইফতেখার এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মেহেদি ও ক্যাপ্টেন অভিজিত বড়ুয়া উপস্থিত ছিলেন। এছাড়াও লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, বেবি রানী বসু, থানার অফিাসার্স ইনচার্জ আরিফ ইকবাল, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. সফিউল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার শাহ মো. আবু মুনসুরসহ সাবেক উপজেলা চেয়ারম্যান ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দশরথ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ব্যাপারী, উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদার, লক্ষ্মীছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক তালাত মাহমুদ শিশির ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় জোন কমান্ডার এলাকার সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।

তিনি বলেন, এলাকার সার্বিক পরিস্থিতি ভালো এটা আমার একার অবদান নয়। এ শান্ত পরিবেশ বজায় রাখার জন্য প্রত্যেক মানুষের অবদান রয়েছে যা আমাদের সবারই গর্ব। যারা পরিস্থিতিকে ঘোলা করতে চায় তারা এলাকার মানুষের কোনো কল্যাণ বয়ে আনতে পারে না উল্লেখ করে বলেন, তাদের ছেলে-মেয়ে লেখা পড়া করছে উন্নত স্কুল গুলোতে আর সাধারণ খেটে খাওয়া মানুষ গুলো চাঁদাবাজির শিকার হচ্ছে প্রতিনিয়ত। তিনি সবাইকে শান্তি সম্প্রীতি উন্নয়নের স্বার্থে এক সাথে কাজ করার  আহ্বান জানান।

সভায় শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হয়।

Exit mobile version