parbattanews

লক্ষ্মীছড়ি জোনে ‘সমস্যা ও সম্ভাবনার’ শীর্ষক মতবিনিময় সভা

12358148_1231552480194421_1809796723_n

স্টাফ রিপোর্টার:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোন সদরে ‘সমস্যা ও সম্ভাবনার’ শীর্ষক শিরোনামে বৃহস্পতিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মুহম্মদ নুরুল আমিন, পিএসসি।

সভার শুরুতেই জোন কমান্ডার ‘সমস্যা ও সম্ভাবনার লক্ষ্মীছড়ি’ সূদুর প্রসারি এক পরিকল্পনার কথা ব্যাক্ত করে সংক্ষিপ্ত আলোচনার পর সরাসরি উপস্থিত বিভিন্ন এলাকার নেতৃবৃন্দদের থেকে বক্তব্য গ্রহণ করেন। প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও চিকিৎসা ইত্যাদি বিষয় আলোচনায় প্রাধান্য পায়।

বক্তাদের পক্ষ থেকে ওঠে আসা বিষয়গুলো আলোচনা করতে গিয়ে জোন কমান্ডার বলেন, অনেকগুলো সমস্যা আমাদের আছে, পর্যায়ক্রমে আমার সাধ্যমত সকলকে নিয়ে এলাকার চাহিদা মতে অগ্রাধীকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করব। সবাই যাতে একসাথে মিলেমিশে থাকতে পারি সেই আহবান জানান জোন কমান্ডার লে: কর্ণেল মুহম্মদ নুরুল আমিন,পিএসসি।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ২৬ আনসার ব্যাটেলিয়নের অধিনায়ক সাইফ, লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, থানার অফিসার্স ইনচার্জ রকিবুল হাসান, লক্ষ্মীছড়ি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন বেপারি, সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন চাকমা, নিছাই প্রু মেম্বার, জ্ঞানলাল হেডম্যান, কাঞ্চননগর ইউপি সদস্য মো: হোসেন, গাড়িটানা ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, যুগ্যাছোলা মহিলা ইউপি সদস্যা শাহিদা আক্তার ও অশনি চাকমা প্রমুখ।

Exit mobile version