parbattanews

লামায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

 লামার আকিরাম ত্রিপুরা পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ৯( নয় ) পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর পুত্র- ও কেন্দ্রীয় ছাত্রনেতা উসিংহাই রবিন বাহাদুর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে গজালিয়া ইউনিয়নের আকিরাম পাড়ায় রবিন বাহাদুর পক্ষে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মংক্যহ্লা মার্মা। এই সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে চাউল, থামি, লুঙ্গী, গামছা, বালতি, প্লেট, জগ বিতরণ করা হয়।

ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মংছিংপ্রু মার্মা, পাড়া কার্বারী কেসা প্রু ত্রিপুরা, আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি এনড্রো ত্রিপুরা, ছাত্রলীগ সদস্য মেনপুং ম্রো সহ উপজেলা ছাত্রলীগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পার্বত্য অঞ্চলে সকল মানুষের সুখ-দুঃখের একমাত্র সঙ্গী পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর। যার নেতৃত্বে তিলে তিলে গড়ে উঠেছে এ বান্দরবান। আর তারই আদর্শকে ধরে রেখে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে বিপদে বন্ধুর মত পাশে দাঁড়িয়েছে মন্ত্রীপুত্র উসিং হাই রবিন বাহাদুর। এছাড়াও বান্দরবানে বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মানুষের সেবাই বর্তমানে কাজ করে যাচ্ছে নবচেতনার ছাত্রনেতা উসিংহাই রবিন বাহাদুর।

Exit mobile version