লামায় অবৈধ ভাবে জমি দখলের অভিযোগ

fec-image

বান্দরবানের লামা উপজেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলা আহ্বায়ক নাজমুল হাসান ও তার ভাই আওয়ামী যুবলীগ নেতা তোফাজ্জেল কর্তৃক জমি জবর দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে  মো. আরাফাত একটি অভিযোগ দায়ের করেন। দখল-বেদখল কেন্দ্র করে বর্তমানে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন অভিযোগটি আমলে নিয়ে নালিশী জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য লামা থানার ওসিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

লামা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মো. আরাফাত এর দায়েরকৃত অভিযোগে জানা যায়, তার জমিতে নাজমুল হাসান ও তার বড় ভাই তোফাজ্জল হোসেন জবর দখল করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালিয়ে আসছেন। গত ২১ জুন নাজমুল হাসান ও তার ভাই তোফাজ্জল লোকজন নিয়ে জমি জবর দখলের চেষ্টা করেন।

এদিকে জাতীয় নাগরিক পাটি (এনসিপি) লামা উপজেলা আহ্বায়ক নাজমুল হাসানের বড় ভাই তোফাজ্জল হোসেন জানিয়েছেন, বিরোধীয় জায়গাটি তাদের পিতার নামে রেকর্ডিয় জমি।

লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন জানিয়েছেন, বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক উভয়পক্ষকে বিরোধীয় জায়গায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে। কোনো পক্ষ আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: এনসিপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন