উপজেলা পরিষদ নির্বাচন

লামায় দ্বিতীয়বারের মতো মোস্তফা জামাল চেয়ারম্যান নির্বাচিত

fec-image

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বান্দরবানের লামা উপজেলায় দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোস্তফা জামাল।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪১টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে বেসরকারিভাবে মোস্তফা জামালকে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করা হয়।

মোস্তফা জামাল আনারস প্রতীকে ২০ হাজার ৬৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ১৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে প্রদীপ কান্তি দাশ, প্রজাপতি প্রতীক সুলতানা নাজমা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লামা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দু’জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। লামা উপজেলায় ৮২ হাজার ০৩ জন ভোটার এবং ৪১টি ভোট কেন্দ্র রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন, লামা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন