লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
বান্দরবানের লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে ছবি সামাজিক যোগযোগ মাধ্যমে প্রচার করার অপরাধে সন্ত্রাস বিরোধী আইনে লামা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ মামলায় ছাত্র লীগের লামা পৌর শাখার সাবেক সভাপতি বিল্পব নাথ ও পারভেজকে গ্রেফতার করলে আদালত বৃহস্পতিবার তাদের বান্দরবান জেল হাজতে প্রেরণ করেছে।
জানা গেছে, গত ৪ জানুয়ারী নিষিদ্ধ ছাত্রলীগের রূপসী পাড়া ইউনিয়নের নেতা-কর্মীরা রূপসী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে কেক কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ছবি ছড়িয়ে পড়ার পর লামা উপজেলায় তোলপাড় পড়ে যায়। পরে বিএনপির দুই গ্রুপের পক্ষ থেকে বাদী হয়ে লামা থানায় এই ঘটনায় পৃথক দুইটি এজাহার দায়ের করা হয়।
অবশেষে বৃহস্পতিবার পুলিশের এসআই (নি:) মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ১৫ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে মামলা রুজু করেছে।
মামলার এজাহার নামীয় আসামীরা হলো:- রূপসী পাড়া ইউনিয়নের অধিবাসী মোঃ বাছেদ (৩৬), ইউপি মেম্বার, মোঃ মোকছেদুল প্রকাশ সুমন (২৮), পিতা- আয়াত আলী, মোঃ রমজান (১৯), পিতা- মিজানুর রহমান লিটন, মোঃ ফারুক (১৯), পিতা- মোঃ কামাল, মোঃ কাইয়ুম (৩৫), পিতা- আব্দুস ছাত্তার ফরাজী, আল আমিন (২২), পিতা- নুরুল ইসলাম, মোঃ খোকন (১৯), পিতা- ফজলুল হক, মোঃ হাসান (৩২), পিতা- আব্দুস ছত্তার, মাসুদ (১৯), পিতা- আফজাল মোল্লা, মোঃ শামীম (২৬), পিতা- শাহ আলম, ইসমাইল (২৮), পিতা- হামিদুল পিসি, মোঃ রোমান (১৯), পিতা- ওজিহার। লামা পৌরসভা এলাকার বিপ্লব নাথ (৩০), পিতা- সুশীল চন্দ্র নাথ ও পারভেজ (৩৫), পিতা- মোঃ মিজান উদ্দিন।
এদের সকলের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন/২০০৯ সংশোধনী ২০১৩ এর ৮/৯(৩)/১২ ধারায় অপরাধ সংঘটন এর অভিযোগ আনা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে বিপ্লব নাথ ও পারভেজ কে গ্রেফতার করেছে।
লামা থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, বিএনপির উভয় গ্রুপের দায়েরকৃত এজাহার যাচাই-বাচাই করে প্রকৃত অপরাধীদের নিয়ে এজাহার রুজু করা হয়েছে। মামলায় যাতে কোন নিরপরাধ মানুষ কষ্ট না পায় সেই বিষয়ে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা হয়েছে।