লামায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২৫ জন আহত


বান্দরবাণ লামা উপজেলার মিরিঞ্জা মাদানীনুর এলাকায় সড়ক দূর্ঘটনায় ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে শিশুসহ তিনজনের অবস্থা আশংকাজনক।
বৃহস্পতিবার সকাল দশটার দিকে লোহাগাড়ার কলাউজান থেকে ঈগল পরিবহনে ঘুরতে আসা বাস নিয়ন্ত্রণ হারালে এই দূর্ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলো তাহজিদ(১২) আমজাদ (৩৩) লিটন (ড্রাইবার)।
এ গাড়ীতে নারী ও শিশুসহ ৫০ জন ছিলেন। সকলেই ঈদ উপলক্ষে ঘুরতে এসেছিলেন।
গাড়ীতে থাকা আহত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসক ডাঃ ফাহাদ জানান, ঈদ উপলক্ষে কালাউজান থেকে একটি মিনিবাসে করে ৫০ জন লামা ঘুরতে আসার পথে গাড়ী নিয়ন্ত্রণ হারায়।
লামা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকে লোহাগাড়ায় চলে গেছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
লামা থানা উপ পরিদর্শক রিয়াজ হোসেন জানান, বাসটি পুলিশ হেফাজতে আছে।