লামায় শালার প্রহারে দুলাভাই নিহত

বান্দরবানের লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়নে শালার প্রহারে আহত দুলাভাই ধুংচিংঅং মারমা (৪০) নিহত হয়েছে।
বৃহস্পতিবার কক্সবাজার সদর হাসপাতাল থেকে লামা নিয়ে আসার পথে ইয়াংছা নামক স্থানে পৌঁছলে তার মৃত্যু হয়।
নিহত ধুংচিংঅং মারমা লামা সদর ইউনিয়নের মেরাখোলা মারমা পাড়ার মৃত অংথোয়াইঅং মারমার পুত্র।
জানা গেছে, গত রবিবার রূপসী পাড়া ইউনিয়নের উহ্লামং মারমা পাড়ার বামং মারমার ছেলে মংচুইসা মারমা (৩১) এর প্রহারে ধুংচিংঅং মারমা (৪০) আহত হয়। সম্পর্কে মংচুইসা মারমা (৩১) এর ভগ্নিপতি ধুংচিংঅং মারমা (৪০)। আহত হওয়ার পর প্রথমে তাকে লামা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কক্সবাজার হাসপাতাল থেকে বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখান থেকে তাকে হাসপাতালে না নিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পথে ইয়াংছা নামক স্থানে পৌঁছলে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর রওনা দিয়েছে।
লামা থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, এই বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।