parbattanews

লামার রূপসীপাড়ায় বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন

কার্যালয়ের উদ্বোধন করেন, লামা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রিজওয়ানুল ইসলাম

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে বান্দরবানের লামার রূপসীপাড়া ইউনিয়নে উদ্বোধন হয়েছে বিট পুলিশিং কার্যালয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রূপসীপাড়া ইউপি কার্যালয়ে এ কার্যালয়ের উদ্বোধন করেন, লামা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রিজওয়ানুল ইসলাম।

রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মারমা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াতুল হোসেন, রূপসীপাড়া বিট অফিসার ত্রিদীপ বড়ুয়া, এএসআই রাম প্রসাদ দাশ, ইউপি সদস্য শফিউল আলম, আবুল হোসেন, মোঃ শাহ আলম, আবু তাহের, আব্দুল মন্নান, ব্যবসায়ীক নেতা আব্দুর রহমান, মোঃ ইসহাকসহ প্রমূখ।

রূপসীপাড়া ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ে দায়িত্ব প্রদান করা হয় লামা থানা পুলিশের এসআই ত্রিদীপ বড়ুয়া ও এএসআই রাম প্রসাদ দাশ-কে।

সভায় বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার লামা সার্কেল মোঃ রিজওয়ানুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) লামা মোহাম্মদ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মারমা, ব্যবসায়িক নেতা আব্দুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াতুল হোসেন।

Exit mobile version