লামায় আরও দুইজন করোনা পজেটিভ
বান্দরবানের লামায় নতুন করে আরও দুইজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। শুক্রবার (২৯মে) বিকেলে জেলা সিভিল সার্জন দপ্তর সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এই নিয়ে লামা উপজেলায় কোবিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০জনে। এর আগে এই দুইজনের নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে পরীক্ষা করা হয়।
নতুন করে আক্রান্তরা হলেন, লামা পৌরসভার চম্পাতলী এলাকার নুর মোহাম্মদ মিন্টু (৪৫) ও গজালিয়া বাইশফাঁড়ি এলাকার উসাইজু মার্মা (২১)।
বান্দরবান সিভিল সার্জন অংসুই প্রু মারমা এই তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের আইসোলেশনে রাখার এবং বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে।
ঘটনাপ্রবাহ: করোনা, পজেটিভ, লামায়
Facebook Comment