parbattanews

লামায় আলীকদম সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

লামায় আলীকদম সেনা জোনের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ এপ্রিল’২২) ড্রিমস কনসাল্টেশন এন্ড রিসার্চ ( dcr).এবং ক্লিনিক্যাল এক্সিল্যান্স এন্ড রিসার্চ (CCR) এর সহযোগিতায় লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চিকিৎসা সেবা ঔষধ বিতরণ কর্যক্রমের আয়োজন করা হয়। আলীকদম সেনা জোন কমান্ডার লেঃ কঃ মো. মনজুরুল হাসান প্রধান অতিথি হিসাবে এই সেবা কার্যক্রমের উদ্ভোধন করেন। আলীকদম সেনা জোনের তত্ত্বাবধানে সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ফ্রী ট্রিটমেন্ট কার্যক্রম পরিচালনা করা হবে।

ডাক্তাররা যে সমস্ত ট্রিটমেন্ট দিচ্ছেন সেগুলো হলো, নাক কান গলা, হূদরোগ ও বক্ষবেদী, লিভার কিডনি, চর্ম যৌ, শিশু বিভাগ, প্রসূতি ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগ নিউরোমেডিসিন, পেইন ক্লিনিক বাত ব্যথা, ফিজিক্যাল মেডিসিন বিভাগ

এছাড়াও যে সমস্ত টেস্ট করা হবে সে গুলো হলো, ফিজিওথেরাপি,ডায়াবেটিস টেস্ট, ইউরিন টেস্ট, ইসিজি, আলট্রাসনোগ্রাফি করা হচ্ছে। এক হাজার আগত রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Exit mobile version