parbattanews

লামায় উদ্ধার হওয়া কালো ভাল্লুকের ছানাটি সাফারি পার্কে হস্তান্তর

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চার ভালুকের ছানাটি হস্তান্তর করছেন

লামা উপজেলার ইয়াংছায় উদ্ধার হওয়া একটি কাল ভাল্লুকের ছানা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকালে লামা বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়সার বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্বাবধায়ক মাজহারুল ইসলাম চৌধুরীর নিকট ছানাটি হস্তান্তর করেন।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার জানান, কয়েকদিন আগে পাঁচ-ছয় মাস বয়সী দলছুট ওই ভালুকটি ইয়াংছার জীনামেজু আশ্রমের আশপাশে ঘোরাফেরা করছিল। এ সময় কয়েকটি কুকুর সেটিকে তাড়া করে। তাড়া খেয়ে ভালুক ছানাটি গাছে উঠে যায়।

পরে আশ্রমের ভান্তে ভালুক ছানাটি গাছ থেকে নামিয়ে আশ্রমের হেফাজতে রাখে। পরে খবর পেয়ে বন বিভাগের লোকজন আশ্রমে গিয়ে ভাল্লুক ছানাটিকে নিজেদের জিম্মায় নেন।

Exit mobile version