parbattanews

লামায় করোনা সংক্রমণ প্রতিরোধে সভা

লামায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুলাই) বেলা দশটায় উপজেলা পরিষদ সভা কক্ষে শুরু হওয়া এই সভা চলে দুপুর একটা পর্যন্ত। এতে প্রধান অতিথি ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

লামা উপজেলা নির্বাহী অফিসার মো. রেজা রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সিভিল সার্জন, লামা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, থানার অফিসার ইনচার্জ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা’সহ অন্তত শতাধিক সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিন বিকল থাকা এক এ্যাম্বুলেন্সকে ফের চলাচল উপযোগী করা হয়েছে। মেরামতকৃত সেই এ্যাম্বুলেন্সটিকে এদিন আনুষ্ঠিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। পরে মতবিনিময় সভায় উপস্থিত হন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে করোনাকালীন সময়ে রাষ্ট্রীয় সকল বিধিনিষেধ মেনে চলা এবং সরকারের সকল সংস্থাকে যৌথভাবে কাজ করার আহবান জানান।

এদিকে বান্দরবানের এই প্রথম নারী জেলা প্রশাসকের লামায় প্রথম আগমনে লামা পৌরসভা ও জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Exit mobile version