parbattanews

লামায় কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মশালা

লামা প্রতিনিধি:

লামা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘কৃষি ও খাদ্য নিরাপত্তা’ বিষয়ক এক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ মে) উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।

এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোস্তফা জামাল, ফাতেমা পারুল, কৃষিবিদ আবুল কালাম আজাদ, লামা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রাশেদ পারভেজ, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, আজিজনগর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন কোম্পানী, রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, সরই ইউপি চেয়ারম্যান মো. ফরিদুল আলম।

DANIDA -এর অর্থায়নে UNDP & MOCHTA-এর সহায়তায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় ‘Orientation on Agriculture and Food Security Project-III- with Upazila Level Stockholders’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ইউনিয়ন পরিষদের সচিব, সাধারণ ওয়ার্ডের সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কারবারি, হেডম্যান, এনজিও প্রতিনিধি, সার ডিলার ও স্থানীয় নেতৃবৃন্দ সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version