লামায় গুজব প্রতিরোধ বিষয়ে পিআইডির মতবিনিময় সভা
গুজব প্রতিরোধ ও উন্নয়ন সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা এবং সুশাসন, অভিযোগ প্রতিকার, সেবা প্রদান ও তথ্য অধিকার আইন -২০০৯ বিষয়ে গণমাধ্যমকর্মী ও অংশীজনদের সাথে লামায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে পিআইডির চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসে আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও লামা তথ্য অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মো. মোস্তফা জামাল, বিশেষ অতিথি ছিলেন পিআইডির চট্টগ্রাম অঞ্চলের উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর।
স্বাগত বক্তব্য রাখেন পিআইডির সিনিয়র তথ্য অফিসার মো. আজিজুল হক নিউটন, সেসময় আরো বক্তব্য দেন বিএডিসির উপপরিচালক মাহফুজর রহমান, লামার সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ, পিআইডির চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার মারুফা রহমান ঈমা।