parbattanews

লামায় ঘূর্ণিঝড়ে স্কুল বিধ্বস্থ

 

লামা প্রতিনিধি:

উপজেলায় মঙ্গলবার ভোরে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে লামা ইউনিয়নের মিরিঞ্জা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি সম্পূর্ণ বিধ্বস্থ হয়েছে। লামা সদর ইউনিয়ন চেয়্যারম্যান মিন্টু কুমার সেন জানান, মঙ্গলবার ভোর রাতে প্রচন্ড ঘূর্ণিঝড় ও দমকা হাওয়া বয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানায়, সকাল বেলা ছাত্র-ছাত্রীগণ ও শিক্ষক বিদ্যালয়ে এসে দেখতে পান বিদ্যালয়টি সম্পূর্ণ বিধ্বস্থ হয়েছে। ম্রো জনগোষ্ঠী ও অন্যান্য সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী এ বিদ্যালয়ে লেখাপড়া করে।

বর্তমানে শ্রেণি কার্যক্রম পরিচালনা করার মত বিকল্প কোন শ্রেণিকক্ষ নেই। উপজেলা শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে বিদ্যালয়টি বিধ্বস্থ হওয়ায় মিরিঞ্জা এলাকার প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Exit mobile version