parbattanews

লামায় চাঁদের গাড়ি পাহাড়ি খাদে, শিশু নিহত, আহত ৫

 

লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী এলাকায় শনিবার সন্ধ্যায় চাঁদের গাড়ি পাহাড়ি খাদে পড়ে শিশু নিহত ও চারজন আহত হয়েছেন।

নিহত শিশু কাঠুরিয়ার মো. আলী মিয়া (১২) পূর্বচাম্বী এলাকার মনু মিয়ার ছেলে।

আহতরা হলেন, মো. খোকন (২০), মো. শাহ আলম (১৭), মো. আনোয়ার হোসেন (১৯) ও গাড়িচালক মো. কামাল উদ্দিন। এরা সবাই পূর্বচাম্বী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজিজনগররের কম্বনিয়া এলাকার পাহাড় থেকে চার কাঠুরিয়া লাকড়ি সংগ্রহ করে একটি চাঁদের গাড়িযোগে পূর্বচম্বী নিয়ে যাচ্ছিল। গাড়িটি সাড়ে ছয়টার দিকে পূর্বচাম্বীর কাছাকাছি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চার কাঠুরিয়া ও চালক আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি চট্টগ্রামের লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শিশু কাঠুরিয়া আলী মিয়ার অবস্থা আশঙ্কাজনক হলে দাযিত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আলী মিয়া। বাকীদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, ঘটনার পর গাড়িচালক মো. কামাল উদ্দিন পালিয়ে যায়। স্থানীয় ক্ষুব্ধ জনতা গাড়িটি আটক করেছে।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইকুল আহমেদ ভুঁইয়া  দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version