লামায় ছেলেদের ফাঁসাতে ঘরে আগুন দিলেন সৎ মা

fec-image

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের মাস্টার পাড়ায় ছেলেদের ফাঁসাতে ঘরে আগুন দিয়েছেন সৎ মা এবং সৎ বোন। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। স্থানীয় জনসাধারণ আগুন জালিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার সময় তাদের হাতেনাতে ধরে ফেলে।

জানাগেছে, আব্দুর রব ফকিরের ১ম স্ত্রী রোছিয়া বেগমের মৃত্যু হলে ফাতেমা বেগমকে বিবাহ করেন।  ১ম স্ত্রী রোছিয়া বেগমের ঘরে ৪ ছেলে ৩ মেয়ের জম্ম হয়। বর্তমানে ৩ ছেলে জিবীত আছে। ২য় স্ত্রী ফাতেমা বেগমের ঘরে কোন সন্তান হয়নি। তবে ফাতেমা বেগমের পূর্বের স্বামীর ঘরের ২ মেয়ে আছে।

আব্দুর রব ফকিরের মৃত্যু হলে জায়গার বন্টন নিয়ে বিরোধ দেখা দেয়। বর্তমানে আদালতে কয়েকটি মামলা চলমান রয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শফিউল আলম এবং বদিউল আলম জানান, আব্দুর রব ফকিরের ২য় স্ত্রী ফাতেমা বেগম মাস্টার পাড়ায় থাকে না।

সৎ মা ফাতেমার ঘরে আগুনে জলতে দেখে জাফর আলম চিৎকার দেয়। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভান। উপস্থিত লোকজন ঘটনাস্থলে সৎ মা ফাতেমা আক্তার, সৎ বোন জাহানারা বেগম ও ভগ্নিপতি জাকের উল্লাহকে দেখতে পান।

তারা পালাতে চাইলে স্থানীয় লোকজন তাদের ধরে ফেলেন।জাহানারা বেগম স্বামীসহ আলীকদম থেকে আগুন দিতে এসেছে বলে উপস্থিত লোকজনের জিজ্ঞাসায় জানিয়েছে।

জাফর আলম জানান, তাদের ফাঁসাতে সৎ মা ফাতেমা বেগম তাদের সৎ বোনকে সাথে নিয়ে আগুন দিয়েছে।

ইউপি মেম্বার মোঃ শফি জানান, এলাকার লোকজন থেকে ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গমন করেছেন।তিনি তাৎক্ষনিক বিষয়টি অফিসার ইনচার্জকে অবহিত করেছেন বলে জানান।

লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানান, ঘটনার বিষয়ে জাফর আলম বাদি হয়ে থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আগুন, বান্দরবান, লামা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন