parbattanews

লামায় জাল ভোটের অভিযোগ বিএনপি প্রার্থীর

বান্দরবানের লামা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শনিবার (১৬ জানুয়ারি)। কোন কেন্দ্রে উৎসবের আমেজ আবার কোন কেন্দ্রে ভোটার শূণ্য পরিবেশে ভোটগ্রহণ চলছে সকাল ৮টা থেকে।

সরকারি দলের নৌকা প্রতীক নিয়ে এখানে লড়ছেন বর্তমান মেয়র জহিরুল ইসলাম। ধানের শীষ প্রতীক নিয়ে মো: শাহিন ও লাঙ্গল প্রতিকে এটিএম শহিদুল ইসলাম।

বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থীকে নিয়ে সাধারণ ভোটারদের মাঝে তেমন আগ্রাহ দেখা যায়নি। তবে ভোট শুরুর তিন ঘন্টা পর ভোটের পরিবেশ নিয়ে অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী মো: শাহীন।

শনিবার সকাল ১১টায় চেয়ারম্যানপাড়া ভোট কেন্দ্রের সামনে ধানের শীষের প্রাথী মো: শাহীন অভিযোগ করে সাংবাদিকদের বলেছেন- রিটার্নিং অফিসারের কথা অনুযায়ী ৯টি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট থাকার কথা ছিল। কিন্তু তিনি বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে দুজন ম্যাজিস্ট্রেট দেখেছেন। সেখানেও তিনি বাধার সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন। এছাড়া বিভিন্ন কেন্দ্রে জাল ভোট এবং ২নং কেন্দ্রে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাউন্সিলর ও তার লোকজন ভোট দিচ্ছেন। এই পর্যায়ে তিনি বিকাল ৪টা পর্যন্ত ভোট পর্যবেক্ষণ করবেন বলে জানান।

Exit mobile version