parbattanews

লামায় জেএসএস’র সশস্ত্র হামলায় আহত ৪

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের লামার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম ডলুঝিরি এলাকায় চাঁদা না পেয়ে বৃহস্পতিবার দুপুরে জেএসএস’র সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে ৪জন শ্রমিক ও ব্যবসায়ীকে মারধর করেছে। সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় আহতরা হলেন, ইউনিয়নের অংহ্লা পাড়া এলাকার প্রদীপ বড়ুয়া (৩৬), দরদরী মাঝের বড়ুয়া পাড়ার মনোরঞ্জন বড়ুয়া (৩২), রুপসীপাড়া বাজারের মো. জসিম (৩১) ও মোহাম্মদপুর পাড়ার মো. মাহাবুব (৩৩)। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নেয়া হয়েছে।

আহত মো. মাহাবুব জানায়, বৃহস্পতিবার বেলা ২টার দিকে চাঁদা না দেয়ায় জেএসএস অস্ত্রধারী ৬জনের একটি গ্রুপ ডলুঝিরি এলাকায় তাদের আটক করে বেদড়ক ও কিলঘুসিসহ মারধর করে। সন্ত্রাসীদের ভারী অস্ত্রের আঘাতে প্রদীপ বড়ুয়া ও মো. জসিমকে হাত পা ভেঙে যায়।

সূত্র জানায়, ৩০/৩৫ জন সন্ত্রাসীরা পাহাড়ে আগে থেকে অবস্থান নেয় এবং ৬জন অস্ত্রধারী ব্যবসায়ীদের ক্রয় করা কলা, বাশঁ কেটে নষ্ট করে। এবং চাঁদা না দেয়ায় তাদের মারধর করে।

লামা-আলীকদম সেনা জোনের জোন কমান্ডার বলেন, ঘটনা নিয়ন্ত্রণে আনতে সেনা জোন থেকে আরেকটি সেনা টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

Exit mobile version