লামায় তরুণীকে দুই যুবকের পালাক্রমে ধর্ষণ

বান্দরবান লামার দুর্গম এলাকায় বাড়িতে একা পেয়ে এসএসসি পরীক্ষার্থী এক তরুণীকে হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে।
শুক্রবার (৩ জুন) দুপুরের দিকে উপজেলা রূপসীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরঝিরির উথোয়াইপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।
ধর্ষণের শিকার ওই তরুণীল স্বজনরা জানান, এই তরুণীর বাবা-মার সাথে রূপসীপাড়া বাজারে একটি দোকানের পেছনে বসবাস করেন। পড়ালেখা করেন রূপসীপাড়া উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয় বন্ধ থাকায় শুক্রবার (৩ জুন) দুপুর ১২টার দিকে উথোয়াইপাড়া বাড়িতে যান কাপড়-চোপড় ধোয়ার জন্য। সেখানে দুপুরের পর সেই বাড়িতে যায় একই ওয়ার্ডের মনোর আলীর ছেলে শাহ আলী (২৪) ও ইদ্রীসের ছেলে আল আমিন ২৫)। এই দুই যুবক তরুণীকে বাড়িতে একা পেয়ে প্রথমে হাত-পা বেঁধে নেশা জাতীয় কিছু খাওয়ায়। পরে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের শিকার ওই তরুনী বর্তমানে বান্দরবান সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সন্দ্যার ডিউটি ডক্টর রায়হান জান্নাত আরা বিলকিস জানান, শুক্রবার (৩ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে অচেতন এক তরুণীকে হাসপাতাল নিয়ে আসেন স্বজনরা। তারা জানান, ওই তরুণী ধর্ষণের শিকার হয়েছে। যেহেতু বিষয়টি ধর্ষণের. তাই নিয়মানুসারে তাকে ফরওয়ার্ড করে জেলা সদর হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।
এই প্রসঙ্গে জানতে চাইলে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ধর্ষণের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।