parbattanews

লামায় পাহাড় কেটে অবৈধ ইট-ভাটা, ১ লক্ষ টাকা জরিমানা

লামা প্রতিনিধি:

লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ২৩টি অবৈধ ইট ভাটার জন্য অর্ধ শতাধিক পাহাড় কেটে ইট ভাটার মাটি প্রস্তুত করা হচ্ছে।

বুধবার (৬ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট নূর এ জান্নাত রুমি মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ইট ভাটার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে।

নিবার্হী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি টের পেয়ে ফাইতং ইউনিয়নে আরও ২০টি অবৈধ ইট ভাটার মালিক পালিয়ে গেছে।

উপজেলা নিবার্হী অফিসার নূর এ জান্নাত রুমি, জানিয়েছেন পাহাড় কেটে অবৈধ ইট ভাটা স্থাপনের জন্য মাটি প্রস্তুত করা হচ্ছে এমন সংবাদ পেয়ে বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ফাইতং ইউনিয়নের মানিকপুর সীমান্তের অবৈধ ইট ভাটাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এ সময় ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণাইন ২০১৩ এর আওতায় ইট ভাটার মালিক মো. খায়ের উদ্দিনকে ৫০ হাজার, মো. ইয়াছির আরাফাতকে ৩০ হাজার এবং মো. গিয়াস উদ্দিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, অবৈধ ইট ভাটার বিরূদ্ধে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

Exit mobile version