লামায় বন্যা কবলিত পরিবারে সেনাবাহিনীর ত্রাণ ও ঔষধ বিতরণ
বান্দরবানের সেনা রিজিয়নের আওতাধীন আলীকদম সেনাজোন (৩১বীর) এর দায়িত্বপূর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বর্তমানে আলীকদম ও লামা উপজেলার নিম্মাঞ্চলে বসবাসরত জনসাধারণ পানিবন্দি অবস্থায় জীবন যাপন করছে।
বুধবার (৯ আগস্ট) বেলা ২টায় বন্যা কবলিত এলাকার ক্ষতিগ্রস্তরা অন্ন,বস্ত্র, আশ্রয় ও চিকিৎসার অভাবে অর্ধাহারে-অনাহারে দিন যাপন করছে। এরই প্রেক্ষিতে অসহায়, গরিব ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষে আলীকদম সেনা জোনের পক্ষ থেকে লামা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে পাহাড়ি ঢলে বন্যা কবলিত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও বিনামূল্য চিকিৎসা সেবা এবং ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
আলীকদম জোন কমান্ডার বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।তিনি আরও বলেন, সেই সাথে এই দুর্যোগপ্রবণ পরিস্থিতিতে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতে বন্যার্তদের মাঝে আর্থিক এবং ত্রাণ সহায়তা প্রদান অব্যহত থাকবে।