লামায় বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে ৯ টি প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মুজিব শতবার্ষিকী উদযাপন উপলক্ষে লামা উপজেলার ৯ টি অনাথ আশ্রম, হেফজ খানা, শিক্ষা প্রতিষ্ঠানে ৭৫০ পিস শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) লামা বাজারস্থ জেলা পরিষদের গেস্ট হাউজে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল এতে প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লামা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রানী দাশ, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, রুপসী পাড়া ইউপি চেয়ারম্যান চাছিং প্রু, লামা পৌর কাউন্সিলর মোঃ রফিক, আওয়ামী লীগ লামা পৌর সেক্রেটারি তাজুল ইসলাম, আওয়ামী লীগ লামা উপজেলার সহ সভাপতি বিজয় আইচ।
সঞ্চালন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ।অনুষ্ঠানে ৯ টি প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত থেকে কম্বল গ্রহণ করেছেন।