parbattanews

লামায় ভেজাল বিরোধী অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভ

লামা বাজারে মোবাইল কোর্ট করে ব্যবসায়ীদের জরিমানা করার প্রতিবাদে দোকানপাট বন্ধ করে বিক্ষোভ করেছেন কিছু দোকানদার। রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহফুজা জেরিন লামা বাজারের ৮ ব্যবসায়ীকে জরিমানা করলে অপর কিছু দোকানদার মোবাইল কোর্টের জরিমানা থেকে নিজেদের রক্ষা করতে এই বিক্ষোভ করেন বলে জানা গেছে।

লামা বাজারে ভেজাল দ্রব্য সামগ্রী বিক্রি, ওজনে কম দেওয়া,সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্য সামগ্রী বেশী দামে বিক্রি, হোটেল গুলোতে পঁচা ও বাশি খাবার বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পন্যসামগ্রি বিক্রি এবং ভোক্তাদের সাথে প্রতারনা করার অভিযোগ দীর্ঘদিনের।

মোবাইল কোর্টের মাধ্যমে এই সকল ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হলে কৌশলে এই অভিযান বন্ধ করার চেষ্টায় বিক্ষোভ করা হয় বলে অভিযোগ উঠেছে।

বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জানান, ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হলে ভেজালকারীদের ক্ষতি হয়। আর জনসাধারণ উপকৃত হয়। কোন বিক্ষোভ সরকারের জনবান্ধব কাজকে থামাতে পারবেনা।আইন তার নিজ গতিতে চলবে।

Exit mobile version