লামায় মাতামুহুরী নদী থেকে টমটম চালকের লাশ উদ্ধার

লামায় মাতামুহুরী নদী থেকে সুমন কর্মকার নামক এক টমটম চালকের লাশ উদ্ধার করা হয়েছে। সে লামা পৌরসভার বড় নুনারবিল এলাকার সুরেশ কর্মকার এর ছেলে। গত সোমবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ১০টায় সে তার মায়ের সাথে কথা বলার পর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়।
বুধবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় সাবেক বিলছড়ি সংলগ্ন মাতামুহুরী নদীতে টমটম চালক সুমন কর্মকারের মৃতদেহ ভাসতে দেখলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নদী হতে লাশ উদ্ধার করেছে।
লামা থানা অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নির্নয়ের চেষ্টা চলছে।
Facebook Comment