parbattanews

লামায় মুক্তিযোদ্ধা পরিবারের ৬০ লাখ টাকার গাছ লুটের অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে এক মুক্তিযোদ্ধা পরিবারের ৩৯.২৩ একর বাগানের ৬০ লক্ষাধিক টাকার মূল্যবান গাছ লুটের অভিযোগ উঠেছে।

বুধবার (৪ জানুয়ারি) ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে লামা রিপোর্টাস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে পরিবারটি জানান, প্রতিপক্ষ মিজানুর রহমান ও মোসলেহ উদ্দিন গং ফাইতং মৌজায় তাদের মালিকানাধীন ৩৯.২৩ একর বাগানের মূল্যবান গাছ কেটে ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করছে। এই বাগানের কাঠ আহরণের বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষগণ গাছ পাচার অব্যাহত রেখেছে। গাছ পাচারের বিষয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, লামায় ফৌজদারী অভিযোগ দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে লামা থানা অফিসার ইনচার্জের নিয়ন্ত্রণে তদন্তাধীন রয়েছে।

গাছ কর্তনের সাথে জড়িত মিজানুর রহমান জানান, তিনি “সাইন্টিফিক প্লান্টেশন এর মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড” নামক একটি সংস্থার পরিচালক মোসলেহ উদ্দিন থেকে বাগান ক্রয় করে গাছ কর্তন করে বাজার জাত করছেন।

লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক জানান, ফাইতং এলাকার ওই বাগানে গাছ কর্তনে লামা বন বিভাগের কোন ধরনে অনুমতি নেই।

Exit mobile version