parbattanews

লামায় শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা


লামা প্রতিনিধি:
লামা তথ্য অফিসের আয়োজনে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক জিওবি প্রকল্পের অধীনে এক ওরিয়েন্টেশন কর্মশালা বুধবার (২৩ মে) সকালে লামা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।

তথ্য অফিসার রুহুল আমিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, লামা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শফিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা লামা ইউনিট কমান্ডার শেখ মাহাবুবুর রহমান প্রমূখ। কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

কর্মশালায় শিশু স্বাস্থ্য, স্যানেটারী ল্যাট্রিন ব্যবহার, শিক্ষার গুরুত্ব্, যৌতুক এবং বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকের অপব্যবহার, জঙ্গিবাদ প্রতিরোধ, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, দুর্যোগকালীন প্রতিরোধ, বন্যা-বজ্রপাত ইত্যাদি থেকে রক্ষার বিষয়ে বক্তাগণ গুরুত্ব তুলে ধরেন।

Exit mobile version