parbattanews

লামায় সামাজিক বনায়নে উপকারভোগীদের মধ্যে চেক বিতরণ

লামা প্রতিনিধি:

লামা বন বিভাগের মাতামুহুরী রেঞ্জে সামাজিক বনায়নের আওতায় সৃজিত বাগানের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিমুল হায়দার এর সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফুইগ্য মার্মা, তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার শামসুল হুদা, তৈন রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মো. মিনার চৌধুরী।

এসময় মাতামুহুরী রেঞ্জের সামাজিক বনায়নের ৪৫ জন উপকারভোগীর মধ্যে ৮ লাখ ২১ হাজার টাকা বিতরণ করা হয়।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ জানান, এই পর্যন্ত লামা বন বিভাগের মাতামুহুরী রেঞ্জে ২০০২-০৩ অর্থ বছরে সৃজিত সামাজিক বাগানের ২শ’ জন উপরকারভোগীকে ৬৭ লাখ ৫২ হাজার টাকা এবং লামা রেঞ্জের বমু সংরক্ষিত বনে ২০০৫-০৬ অর্থ বছরে সৃজিত বাগানের ৭৬ জন উপকারভোগীকে ৫৪ লাখ ১৫ হাজার টাকা লভ্যাংশ বাবদ প্রদান করা হয়েছে।

Exit mobile version