parbattanews

লামায় সেনা অভিযানে তিনটি পাথর বোঝাই ট্রাক জব্দ

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানের লামায় অবৈধভাবে পাহাড়ি পাথর উত্তোলন করে পাচারকালে তিনটি ট্রাক জব্দ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরঘারা বাজার থেকে এসব ট্রাক আটক করা হয়।

জানা গেছে, পাহাড়ি পাথর অবৈধভাবে পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ইয়াংছা আর্মি ক্যাম্পের একটি দল। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গাড়ি চালকরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ট্রাক গুলি জব্দ করা হয়।

আলীকদম সেনা জোন কমান্ডার লে. কর্ণেল সাইফ শামীম পিএসসি এর নির্দেশে ইয়াংছা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সি. ওয়ারেন্ট অফিসার নুরুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সাপেরঘারা এলাকা থেকে চকরিয়া এলাকার একটি সিন্ডিকেট অবৈধভাবে পাহাড়ি পাথর তুলে পাচার করে আসছিলো।

Exit mobile version