লামায় সেলুন কর্মচারীর রহস্যজনক মৃত্যু


ফাইল ছবি
লামা পৌরসভার নয়াপাড়া গ্রামে এক সেলুন কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মার্চ) সকালে মাতামুহুরী নদীর পাড় থেকে মৃত যুবকের লাশ দেখে লামা থানা পুলিশকে জানানো হয়েছে। মৃত মিঠুন দাশ (২৭) নয়াপাড়ার সংকর দাশের ছেলে।
লামা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন বাদশাহ জানান, গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে। আত্মীয় স্বজন খবর পেয়ে লাশ নামিয়েছে।
এলাকাবাসী জানান, পারিবারিক কলহের কারণে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে।
লামা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, মৃতের শরীরে আঘাতের কোন চিহ্ন নাই। পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ নাই।
ঘটনাপ্রবাহ: মৃত্যু, রহস্যজনক, লামা
Facebook Comment