parbattanews

লামায় হাইড্রলিক হর্ন নিয়ন্ত্রণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা

‘আমরা হর্ন বাজাই না’ স্লোগানকে সামনে রেখে হাইড্রোলিক হর্ন নিয়ন্ত্রণে ৩০(জুন) রবিবার সকালে লামাস্থ এন, জেড, একতা মহিলা সমিতির হলরুমে হাইড্রলিক হর্ন নিয়ন্ত্রণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দি ইয়ুথ এন্ডেভার’স বাংলাদেশের নেটওয়ার্কভুক্ত সংগঠনের উদ্যোগে এইড’র আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লামা এন, জেড, একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম।

স্কুল ফিডিং প্রোগ্রামের কোর্ডিনেটর মো. নুর হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার তপন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন লামা থানার উপপরিদর্শক মো. গিয়াস উদ্দি, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন লামা উপজেলা সাধারণ সম্পদক মোহাম্মদ কামালুদ্দীন, খালেদা বেগম, পার্ভীন আক্তা, প্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ, লামা অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. নিজাম উদ্দি, সাধারণ সম্পাদক মো. ইউনুচ মিনি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সোয়াইব প্রমুখ।

এছাড়াও সাংবাদিক, এনজিও কর্মী , সহ স্থানীয় বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদ, চালকগণ উপস্থিত ছিলে।

Exit mobile version