parbattanews

লামা পৌরসভায় বানের পানিতে আটকে পড়া লোকজনের মাঝে শুকনো খাবার বিতরণ

লামা পৌরসভায় বন্যাদূর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পৌরসভার মেয়র জহিরুল ইসলাম বানের পানিতে আটকে পড়া লোকজনের মাঝে বৃহস্পতিবার সারাদিন বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার পৌঁছে দেন।

এছাড়া আশ্রয়শিবিরে আসা লোকজনের মাঝে ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। টানা তিন দিনের ভারী বর্ষনে লামা বাজারসহ পৌরসভার নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে যায়।মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পাহাড়ি ঢলে বন্যার সৃষ্টি হয়। হাজার হাজার মানুষ পানিতে আটকা পড়েন। লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম নৌকা দিয়ে আটকে পড়া লোকজনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসেন। ভারী বর্ষনে পাহাড় ধসে পৌর এলাকার শতাধিক বসতবাড়ি বিধ্বস্থ হয়েছে।

বান্দরবান জেলা প্রশাসন জানিয়েছে লামা পৌরসভার করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ২০ মেট্রিকটন চাল ও নগদ ২ লক্ষ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বন্যার পানির কারণে বৃহস্পতিবার বরাদ্দকৃত চাল উত্তোলন করা সম্ভব হয় নাই।

Exit mobile version