লামা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩, কাউন্সিলর পদে ৩৫ জনের মনোনয়নপত্র দাখিল


লামা পৌরসভা নির্বাচনে রবিবার (২০ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ দিনে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলরের ৩টি আসনে ৯ জন ও ৯ টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে। মেয়র পদের প্রার্থীরা হলো আওয়ামী লীগের মোঃ জহিরুল ইসলাম, বিএনপির মোহাম্মদ শাহিন ও জাতীয় পার্টির এ.টি.এম শহীদুল ইসলাম।
লামা পৌরসভার সর্বমোট ভোটার ১৩ হাজার ৩৮৯ জন। রিটার্নিং অফিসার ও বান্দরবান জেলার নির্বাচন অফিসার মোহাম্মদ রেজাউল করিম মনোনয়নপত্র গ্রহণ করেছেন। আগামী ১৬ জানুয়ারি লামা পৌরসভার ভোট গ্রহণের দিন ধার্য রয়েছে।
লামা পৌরসভার ৩টি সংরক্ষিত মহিলা আসনের ১নং ওয়ার্ডে ৩জন, ২নং ওয়ার্ডে ২জন, ৩নং ওয়ার্ডে ৪জন এবং সাধারণ আসনের ১নং ওয়ার্ডে ৩জন, ২নং ওয়ার্ডে ১ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন, ৪নং ওয়ার্ডে ১জন, ৫নং ওয়ার্ডে ৪জন, ৬নং ওয়ার্ডে ৩জন, ৭নং ওয়ার্ডে ২জন, ৮নং ওয়ার্ডে ৫জন এবং ৯নং ওয়ার্ডে ৪জন মনোনয়ন পত্র জমা দিয়েছে। আগামী ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে।