parbattanews

লামা রাবার ইন্ডাস্ট্রির শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্ত্রীর সাথে ঝগড়ার পর অভিমান করে বান্দরবানের লামা উপজেলায় হ্লামু মার্মা (২২) নামের এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লামা রাবার ইন্ড্রাস্টিজের ফ্যামিলি কলােনীতে এ ঘটনা ঘটে।

উপজেলা সদর থেকে অনেক দূর্গম হওয়ায় খবর পেতে বিলম্ব হয়। হ্লামু মার্মা রাঙ্গামাটি জেলার কাউখালী ইউনিয়নে তাপুয়া হেডম্যান পাড়ার বাসিন্দা উসাইচিং মার্মার ছেলে। তিনি লামা রাবার ইন্ড্রাস্ট্রিজের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হ্লামু মার্মা স্ত্রী সহকারে লামা রাবার ইন্ড্রাস্ট্রিজের বাগানে রাবার সংগ্রহের কাজ করে আসছিলেন। পারিবারিক বিষয় নিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে হ্লামু মার্মা ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে রাতের কোন এক সময় হ্লামু মার্মা ঘরের ভিমের সাথে গলায় ফাঁস দেয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে স্ত্রী ঘুম থেকে ওঠে হ্লামু মার্মাকে ঘরের ভিমের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রাথমিক সুরতহাল শেষে হ্লামু মার্মার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানাে হয়েছে।

Exit mobile version