parbattanews

লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের বৃত্তি প্রদান

বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীর হাতে সম্মাননা অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি

লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে এবছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬ শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে উদ্দীপনামূলক বৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুরে লামা উপজেলা পরিষদ সভা কক্ষে এই সম্মাননার অর্থ প্রদান করা হয়।

জিপিএ ৫ প্রাপ্ত ছাত্ররা হলো- অজয় দাশ, হায়দার হোসেন, তাসনিম আহমেদ তামজিদ, আব্দুর রহিম তানজিদ, থুইসিং থোয়াই মার্মা, তামজিদুল ইসলাম।

বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীর হাতে সম্মাননা অর্থ তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল ও উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি।

এ সময় উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা, লামা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, লামা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মাহবুবুর রহমান, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, রূপসী পাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা।

অনুষ্ঠানে আগামী বছর এসএসসি পরীক্ষার্থী ১৫ জনকে ভাল ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। শিক্ষার্থীরা হলো- উম্মে হাবিবা মুক্তা, কৌশিক দাশ, মেজবাউল ইসলাম, উবাহাই মার্মা, রবিউল হোসেন, শুভাষিশ দাশ নিলয়, সানজিদা আক্তার, নাজমাউল হুসনা, তাহমিদা তারান্নুম মাহি, আতকিয়া মাইমুনা ইসমি, অনিক দেবনাথ জয়, অনন্যা কারণ, শামিমা জান্নাত, রুবিনা আক্তার ও উজ্জ্বল দাশ।

Exit mobile version