লিগ্যাল এইড সরকারিভাবে আইনি সহায়তায় দিবে

সরকারিভাবে আইনি সহায়তায় দেয়া হবে।কোন টাকা-পয়সা লাগবেনা।স্বল্প সময়ে আমরা আইনগত সহায়তা প্রদান করে থাকি। জাতীয় আইন সহয়তা লিগ্যাল এইড আপনাদের পাশে আছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় কাপ্তাইয়ে ইমাম, খতিব ও ধর্মীয় নেতাদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জাতীয় আইনগত সংস্থা অফিসার সিনিয়র সহকারী জজ মোহাম্মদ জুনাইদ।
রাঙামাটি লিগ্যাল এইডের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই ইফার এফ এস নুর নবী। বক্তব্য রাখেন রাঙামাটি সদর মাস্টার টেইনার বখতিয়ার হোসেন, মডেল কেয়ার টেকার মাওলানা সোলাইমান, সাধারণ কেয়ারটেকার মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ জালাল উদ্দিন ও মাওলানা আব্দুল ছালাম।
এর পূর্বে রাঙামাটি লিগ্যাল এইড অফিসার সহকারী সিনিয়র জজ চন্দ্রঘোনা ও রাইখালী লিগ্যাল এইড কমিটি গঠন করে।