লেমুছড়িতে জ্বালানি কাঠসহ দুটি গাড়ি উদ্ধার

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ রাইখালী রেঞ্জের লেমুছড়ি যৌথবাহিনী অভিযান করে পাচারকালে দুটি গাড়িসহ জ্বালানি কাঠ উদ্ধার করেছে।ঢংছড়ি ৪১বিজিবি নায়েক সুবেদার নজরুল ইসলাম ও ২আনসার ব্যাটালিয়ন নায়েক মো. মোতালেব ভুইঁয়া, সিপাহি শ্যামল সেন .ইয়াছিন, আকবর হোসেন অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে লেমুছড়ি হতে প্রাচারকালিন সময় দুটি চাঁদের গাড়ি বোঝাই বিপুল পরিমাণ জ্বালানি কাঠ উদ্ধার করে।উদ্বার করা জ্বালানি কাঠের পরিমাম ১৮০ঘনফুট।গাড়িসহ কাঠের মূল্য একুশ লাখ আট হাজার টাকা বলে জানান যৌথবাহিনী। উদ্ধার করা কাঠ ও চাঁদের গাড়ি রাইখালী রেঞ্জের কারিগর পাড়া বন বিটে বুঝিয়ে দেয়া হয়।
ঘটনাপ্রবাহ: উদ্ধা, কাপ্তাই, গাড়ি
Facebook Comment