শনিবার বাঘাইছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক ইউপিডিএফ’র
নির্বাচনের একদিন আগে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে হুমকি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাঘাইছড়িতে শনিবার (০৮ জুন) সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
শুক্রবার (০৭ জুন) রাতে সংগঠনটির পক্ষ থেকে রাঙামাটি ইউনিটের প্রধান সংগঠক সচল চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী অলিভ চাকমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমিতা চাকমার নির্বাচনী এজেন্টদের হুমকি, উপজেলার বাঘাইহাট এলাকায় অবস্থানরত তাদের প্রতিপক্ষ দলের সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেফতার এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে বাঘাইছড়ি উপজেলায় আগামীকাল শনিবার সকাল-সন্ধ্যায় অবরোধ পালন করবে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মূখ্য সংগঠক অংগ্য মারমা অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, প্রতিপক্ষ দল কর্তৃক চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে হুমকি প্রদানের প্রতিবাদে এ অবরোধের ডাক দেওয়া হয়।
রোববার (০৯ জুন) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর কারণে গত ২৯ মে বাঘাইছড়ি উপজেলার নির্বাচন স্থগিত করেছিলো নির্বাচন কমিশন।
উল্লেখ্য, এই উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অলিভ চাকমা ও আঞ্চলিক দল এমএন লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস সংস্কার) সমর্থিত সুদর্শন চাকমা। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা সুদর্শনের পক্ষে প্রচারণা করতে দেখা গেলেও অলিভ চাকমার পক্ষ নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ইউপিডিএফ।