parbattanews

শনিবার রাঙ্গামাটিতে মানববন্ধন করবে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবিতে আগামী শনিবার (২১ ডিসেম্বর) মানবন্ধন করবে নবগঠিত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাঙ্গামাটি শহরের একটি রেস্টুরেন্টে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের এক জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন স্টিয়ারিং কমিটির সদস্য মোঃ শাহজাহান আলম, হাবিবুর রহমান, সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন মহীম, মোঃ ইব্রাহীম, মোঃ নজরুল ইসলঅম, হুমায়ুন কবির, মাসুদ পারবেজ, মোঃ সোলাইমান ও মোরশেদা আক্তার।

সভায় বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মানুষের সাথে আলোচনা না করে ভূমি কমিশন একপেশে কার্যক্রম চালাচ্ছে। এভাবে কমিশনের কার্যক্রম চলতে থাকলে পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি আরো জটিল আকার ধারন করবে। তাই পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধন করে কমিশনে পার্বত্য চট্টগ্রাম বসবাসরত সকল সম্প্রদায়ের প্রতিনিধি নিশ্চিত করতে হবে।

এ সময় নেতৃবৃন্দ কমিশন আইন সংশোধন না করা পর্যন্ত কমিশনের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান।

Exit mobile version