parbattanews

শরীরে পুষ্টি থাকলে থাকা যাবে রোগমুক্ত

All-focus

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

‘শরীরে পুষ্টি থাকলে থাকা যাবে রোগমুক্ত। রোগমুক্ত জীবন নিয়ে বেচেঁ থাকতে হলে শরীরে পুষ্টির চাহিদা মিটাতে হবে।

বৃহস্পতিবার (২৫এপ্রিল) দুপুরে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে এক সংবাদ সন্মেলনে এসব কথা বলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী।

তিনি বলেন, বাংলাদেশে এক সময়ে পুষ্টিহীন শিশু, নারী ও পুরুষ দেখা গেলেও বর্তমানে এর হ্রাস পেয়েছে। কেননা মানুষের সচেতনতায় এ সমস্যার সমাধান হয়েছে।

তিনি বলেন, অনেকে মনে করেন, পুষ্টি পেতে হলে ভাল এবং দামি খাবার খেতে হবে। কিন্তু আমি বলি দামি খাবার নয়, পুষ্টিবান খাবার থেতে। যেমন সেটা পেয়ারা, আম, কাঁঠাল, লিচু খাওয়া যেতে পারে। এছাড়া সবুজ শাক-সবজি এবং ছোট মাছে প্রচুর পরিমাণে ভিটামিন তথা পুষ্টি রয়েছে।

রাঙামাটি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বিনোদ শিখর চাকমার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্যঞ্চলের প্রবীণ সাংবাদিক একেএম মকসুদ আহম্মেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ স্থানীয় গণমাধ্যম কর্মীগণ।

Exit mobile version