parbattanews

শহীদ ওমর ফারুক ত্রিপুরা স্মৃতি সংসদের শিক্ষা উপকরণ ও সীরাত গ্রন্থ বিতরণ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার ১ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহীদ ওমর ফারুক ত্রিপুরা স্মৃতি সংসদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও সীরাত গ্রন্থ বিতরণ করা হয়েছে।

শনিবার (জুন) বেলা ১১টায় মোসাফির পার্কে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখা সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা আহবায়ক কমিটির সদস্যসহাবিব আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা. ইউসূফ আলী, পিসিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাওলানা আবুল কালাম, পিসিএনপি বান্দরবান জেলার সাধারণ সম্পাদক জনাব নাছির উদ্দীন, পিসিএনপি বান্দরবান জেলার সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান আখন্দ, জেলা পিসিএনপি আইন সম্পাদক এডভোকেট জিয়া সহ প্রমুখ।

এসময় পিসিএনপি চেয়্যারম্যান কাজী মো. মজিবর রহমান ছাত্রদের উদ্দেশ্যে বলেন, শহীদ ওমর ফারুক ত্রিপুরা (রহ.) আমাদের অণুপ্রেরণা, তার শাহাদাত থেকে আমাদের শিক্ষা নিয়ে দ্বীন ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শহীদ ওমর ফারুক ত্রিপুরা হত্যাকাণ্ডের এক বছর অতিবাহিত হলেও ঘটনার সাথে জড়িত এখনো পর্যন্ত কোন চিহ্নিত আসামি গ্রেফতার না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে শহীদ ওমর ফারুক ত্রিপুরা হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনীদের দ্রুত গ্রেফতার পুর্বক শাস্তির দাবি জানান বক্তারা।

Exit mobile version