শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২০০ জনকে ত্রাণ প্রদান

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইউসুফের ব্যক্তিগত উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়ার ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এলাকার অসহায় ও দরিদ্র ২০০ জনের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।

শুক্রবার ( ৬ জুন) সকাল ১১ টায় কাপ্তাই প্রেট্রল পাম্প সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু।

উপজেলা জাসাস সভাপতি নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই ইউনিয়ন বিএনপি সভাপতি মো ইউসুফ। এসময় রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন ও দেবজ্যোতি চাকমা,

সাংগঠনিক সম্পাদক শাশ্বত চাকমা রিংকু, ক্রীড়া সম্পাদক দীল বাহাদুর, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহসভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক,

সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ফারুক খান, প্রবাসী কল্যাণ সম্পাদক মোর্শেদ কামাল, কাপ্তাই জাতীয়বাদী বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সভাপতি বেলাল হোসেন, সম্পাদক বেলায়েত হোসেন,

কাপ্তাই উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মাসুদ, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: জাকির হোসেন, সদস্য সচিব রফিকুল ইসলাম, কাপ্তাই উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার, ৪ নং কাপ্তাই ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুর জামান,

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন খোকন, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি জাহিদুল ইসলাম নাহিদ, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মাসুদ সহ কাপ্তাই উপজেলার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অসহায় লোকজন ঈদের পূর্বে ত্রাণ পেয়ে দলের প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া প্রকাশ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন