শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’র প্রস্তুতিমূলক সভা

রাঙ্গামাটিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসনের মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ'র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, যাদের রক্তের বিনিময়ে আমরা ভাষার অধিকার ফিরে পেয়েছি সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা আজ নিজের মাতৃভাষায় কথা বলছি তাদের আত্মত্যাগের বিনিময়ে।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ২১ ফেব্রুয়ারীকে যথাযথ মর্যাদায় পালন করতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক মাতৃভাষা, শহীদ দিবস
Facebook Comment